Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Chartar

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সরকারি শিশু পরিবার, রাজশাহী।

সিটিজেন  চার্টার

র্মসূচীর নাম

সেবা সমূহ

সেবা প্রদানের স্থান / কার্যালয়

সেবাদান পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

প্রতি ব. বিধান

নিয়ো. কার্যক্রম

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

১.সরকারি শিশু পরিবার কার্যক্রম

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

#পারিবারিক পরিবেশে স্নেহ-ভালবাসা ও আদর যত্নের সাথে লালন-পালন।

# শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।

#নিবাসীদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, মানসিক উৎকর্ষতা সাধন।

#পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্ম সংস্থার ব্যবস্থা করা।

 

 

সরকারি শিশু পরিবার, রাজশাহী

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১. প্রতি বছর ডিসেম্বর মাসে আসন খালি থাকা সাপেক্ষে ৬-৯ বছর বয়সী এতিম শিশু অভিভাবক কর্তৃক নির্ধারীত ফরমে সংশ্লিষ্ট শিশু পরিবার অথবা জেলা সমাজসেবা কার্যালয় আবেদন দাখিল।

 

 

 

 

ভর্তি কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদনের পর।

 

 

 

 

 

 

 

 

 

 

# তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক),সরকারি শিশু পরিবার, রাজশাহী।।

# উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহী।

 

 

 

 

 

 

 

 

 

 

র্মসূচীর নাম

সেবা সমূহ

সেবা প্রদানের স্থান / কার্যালয়

সেবাদান পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

প্রতি ব. বিধান

নিয়ো. কার্যক্রম

(১)

(২)

(৩)

(৪)

(৫)

(৬)

১.সরকারি শিশু পরিবার কার্যক্রম

 

 

 

 

 

#পিতৃহীন বা পিতৃ-মাতৃহীন এতিম ছেলে যাদের বয়স ৬ বছর তারা ভর্তির যোগ্য এবং আঠারো বছর বয়স পর্যন্ত শিশু পরিবারে অবস্থান।

 

 

 

#পরিচালক(প্রতিষ্ঠান) সমাজসেবা অধিদফতর, ঢাকা।

 

#মহাপরিচালক(প্রতিষ্ঠান) সমাজসেবা অধিদফতর, ঢাকা।

 

২.প্রাক বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র

 

 

 

 

 

 

 

 

 

 

সরকারি শিশু পরিবারের শিশুদের সাব ইঞ্জিনিয়ারিং,ডিজেল মেকানিজম,সাধারণ ফিটার্স ওয়েল্ডিং,কাঠের কাজ ইত্যাদি বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান।

#শুধুমাত্র সরকারি শিশু পরিবারের নির্বাচিত নিবাসীরা এই সেবার প্রাপ্তির যোগ্য।

প্রাক বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র(নির্বাচিত সরকারি শিশু পরিবার)

 

 

 

 

 

 

 

সরকারি শিশু পরিবারের নিবাসীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ

 

 

 

 

 

 

 

 

 

প্রযোজ্য নহে

 

 

 

 

 

 

 

 

 

 

 

# তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক),সরকারি শিশু পরিবার, রাজশাহী।