Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চাকুরি
বিস্তারিত

সরকারি শিশু পরিবার, রাজশাহীর নিবাসীদের সাফল্যঃ

 

  1. ২০১১ সালে অনুষ্ঠিত এস এস সি ফাইনাল পরীক্ষায় মোট ১১ জন নিবাসী অংশগ্রহণ করে এর মধ্যে ০১ জন A+,০৬ জন A এবং বাকি ০৪ জন  A- সহ সকলেই কৃতিত্তের সহিত উর্ত্তীণ হয়। এর মধ্যে মোঃ নাজিম উদ্দিন নামে একজন নিবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নরত ।১৯৮৯ সালে মোঃ নাসির উদ্দিন নামে একজন নিবাসী বিজ্ঞান বিভাগে রাজশাহী শিক্ষা বোর্ডে এস এস সি তে ১৯ তম স্থান এবং এইচ এস সি পরীক্ষায় ৯তম স্থান অধিকার করে। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে অনার্স ও মাষ্টার্স শেষে বর্তমানে পেট্রোবাংলায় কর্মরত আছেন।
  2. মোঃ শাহাবুল, জাতীয় পর্যায়ে কারাতে ০৩টি ইভেন্টস এ স্বর্ণ পদক জয় করেছে।
  3. মোঃ আনোয়ারুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যায়ল হতে অর্থনীতিতে এম এ পাশ করেন। বর্তমানে সে ক্রেডিট কো-অপারেটিভ ব্যাংক,ঢাকায় কর্মরত আছে।
  4. মোঃ দুরুল হুদা , প্রভাষক, প্রেমতলী কলেজ, রাজশাহীতে কর্মরত।
  5. মোঃ মোর্শেদুল ইসলাম, প্রভাষক, বেসরকারী কলেজ, বগুড়াতে কর্মরত।
  6. মোঃ ঈসাদুল হক, এ্যাডভোকেট, বার এ্যাসোসিয়েসন, জজকোর্ট, রাজশাহী।
  7. মোঃ নবী হোসেন, প্রধান শিক্ষক,সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপাইনবাবগঞ্জ কর্মরত।
  8. মোঃ গোলাম রব্বানী,প্রধান শিক্ষক, বাগমারা উচ্চ বিদ্যালয়, রাজশাহী কর্মরত।
  9. মোঃ হামিদুর রহমান, প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট,ঢাকা কর্মরত।
  10. মোঃ মুকুল হোসেন, মোঃ ফারুক হোসেন,মোঃ আবু সাঈদ ,মোঃ আব্দুল লাতিফ, মোঃ আবুল কালাম আজাদ ,বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছে।
  11. মোঃ আব্দুস সালাম, মোঃ পরেশ আলী, মোঃ দারেশ আলী, মোঃ শহিদুল ইসলাম, এবং মোঃ নাছির উদ্দিন বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত আছে।
  12. সমাজসেবা অফিদফতরের বিভিন্ন পদে ১১ জন প্রাক্তন নিবাসী কর্মরত আছে।
  13. মোঃ নুরুন্নবী, খাদ্য পরিদরর্শক, নওগাঁ জেলায় কর্মরত আছে।
  14. মোঃ আব্দূল রাকিব,সমাজ কর্ম বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে অনার্সসহ মাষ্টার্স সম্পন্ন করেছে এবং খাদ্য অধিদফতরে কর্মরত আছে।
  15.  মোঃ তারেক হোসেন ,রাজশাহী গভঃ কলেজ হতে অনার্স সম্পন্ন করেছে। বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্মরত আছে।
  16. মোঃ দেলোয়ার হোসেন, কম্পউটার টেকনোলজিতে ডিপ্লোমা সম্পন্ন করে ঢাকাঢ প্রতিষ্ঠিত একটি কোম্পানীতে কর্মরত আছে।
  17. মোঃ মোসলেম উদ্দিন , ফুড অফিসার , নওগাঁয় কর্মরত আছে।
  18. মোঃ আব্দুল লতিফ,মেশিন এন্ড টুলস অপারেটর, ঢাকায় কর্মরত।
  19. মোঃ আব্দুল হান্নান,সুপারভাইজার, গার্মেন্টস ফ্যাক্টরী,ঢাকায় কর্মরত।
  20. মোঃ জহিরুল ইসলাম,ফায়ার সার্ভিস, রাজশাহীতে কর্মরত।
  21. চাঁদ মোহাম্মদ,প্রধানমন্ত্রীর কার্যালয়, গোয়েন্দা শাখায় কর্মরত।
  22. মোঃ রহিম (এম.বি.বি.এস) ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল, সিলেট কর্মরত।
  23. মোঃ আসলাম হোসেন, মধ্যপ্রাচ্য কর্মরত।
  24. মোঃ আকরাম হোসেন, মধ্যপ্রাচ্য কর্মরত।
  25. মোঃ বাবুল হোসেন, সুপারভাইজার,অটবি ঢাকায় কর্মরত।
  26. মোঃ আব্দুল হান্নান, সহকারী ব্যবস্থাপক,নীট ওয়ার ফ্যাক্টরি ঢাকায় কর্মরত।
  27. মোঃ আব্দুস সবুর, প্রধান শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ কর্মরত ।
  28. মেমাঃ শাহ আলম,টেক গ্রেড-২,আনবিক শক্তি কমিশন,সাভার,ঢাকায় কর্মরত।
  29. মোঃ দেলোয়ার হোসেন,বারিন্দ মেডিক্যাল কলেজ, রাজশাহীতে আইটি বিভাগের প্রধান হিসাবে কর্মরত।
  30. মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত।
  31. মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এ কর্মরত।
  32. মোঃ সান্টু রহমান,   
প্রকাশের তারিখ
24/08/2019
আর্কাইভ তারিখ
31/12/2030